• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু খরা আর শিলাবৃষ্টির হানা বেপারিদের মাথায় হাত মোকাররম শোকরানা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

করোনায় শুঁটকি পল্লীতে ধস, কুলিয়ারচরের শতকোটি টাকার অবিক্রিত শুঁটকি নিয়ে বিপাকে

করোনায় শুঁটকি পল্লীতে ধস
কুলিয়ারচরের শতকোটি টাকার
অবিক্রিত শুঁটকি নিয়ে বিপাকে

# মোস্তাফিজ আমিন :-

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে ধস নেমেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের শুঁটকি পল্লীতে। শতকোটি টাকার অবিক্রিত শুঁটকির মজুদ নিয়ে বিপাকে পড়েছেন এখানকার শুঁটকি উৎপাদকরা। এদের মধ্যে অনেকেই ব্যাংকসহ বিভিন্ন অর্থলগ্নী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করায়, সেই ঋণের চাপে হয়ে পড়েছেন দিশেহারা।
কিশোরগঞ্জের হাওর-বাওরের মিঠা পানির দেশীয় মাছ থেকে শুঁটকি উৎপাদনে কুলিয়ারচর পৌর এলাকার কালিনদীর তীরে গড়ে ওঠা শুঁটকি পল্লীতে শতাধিক ডাঙ্গি রয়েছে। সেইসব ডাঙ্গিতে চ্যাঁপা, টাকি, চান্দা, বাইম, লইট্টা, টেংড়া, বোয়াল ইত্যাদি দেশীয় প্রজাতির হরেক রকম শুঁটকি উৎপাদিত হয়। হাওরের মিঠা পানির সুস্বাদু মাছের তৈরি এবং বিশমুক্ত হওয়ায় এখানকার শুঁটকির কদর দেশ ছাপিয়ে বাঙালির বসবাস করা বিদেশের মাটিতেও রয়েছে। এরমধ্যে পাশের দেশ ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইংল্যান্ড অন্যতম।
কিন্তু বর্তমান মহামারি করোনার কারণে বিমান চলাচলসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বন্ধ থাকায় বিপদে পড়েছেন এখানকার কয়েকশ শুঁটকি উৎপাদক ও শুঁটকি ব্যবসার সাথে জড়িত পাইকারি ব্যবসায়ীরা।তাদের দাবি, গত মৌসুমের প্রায় শতকোটি টাকার অবিক্রিত শুঁটকি তাদের কাছে মজুদ আছে। তার উপর আবারও চলতি মৌসুমেও তারা প্রায় সমপরিমাণ শুঁটকি প্রক্রিয়াজাত করছেন, বিক্রির অনিশ্চয়তার মধ্যে। এতে করে তাদের প্রত্যেকের লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়েছে।
তারা জানান, গত মৌসুমের উৎপাদিত অবিক্রি শুঁটকির অধিকাংশই ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। সেইসব শুঁটকি অর্ধেকের চেয়ে কমমূল্যেও বিক্রি করা যাবে না। এতে করে তাদের পুঁজির অনেকাংশ হারাতে হবে। আর এইসব পুঁজি দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসহ অর্থলগ্নকারী প্রতিষ্ঠান থেকে ঋণ হিসেবে সংগ্রহ করা। ফলে একদিকে পুঁজি হারানো এবং অপরদিকে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলির ঋণের চাপে তারা বর্তমানে দিশেহারা।
এখানকার শুঁটকি পল্লীর বর্তমান বিপর্যয়ের কথা স্বীকার করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ব্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং বিভিন্ন ব্যাংক থেকে তাদের জন্য এসএমই লোনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *